ই-পাসপোর্ট পাসপোর্ট প্রবর্তনের শুরু থেকে ৬৪ পৃষ্ঠার অর্ডিনারি বুক লেটের চাহিদা অত্যান্ত কম থাকায় বিপুল পরিমান বুকলেট দীর্ঘদিন ধরে মজুদ থাকার সম্ববনা দেখা দেয়। যার ফলে বুকলেট সমুহের শেলফ লাইফ হ্রুাস পাওয়ার আশংকা সৃষ্টি হয়। এমতাবস্থায় বিগত জুন ২০২২ হতে জুলাই ২০২২ মাস পর্যন্ত বরাত ক এর অনুচ্ছেদ ৪ (চ) এর সিদ্ধান্ত অনযায়ী ৬৪ পৃষ্ঠার অর্ডিনারি পাসপোর্ট বিতরণ করা হয়। পরবর্তিতে ২৭ জুলাই ২০২২ হতে ৬৪ ও ৪৮ পৃষ্ঠার উভয় প্রকারের পাসপোর্ট বিতরণ উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে ৬৪ পাতার অর্ডিনারি পাসর্পোটের মজুদ কমে যাওয়ায় বরাত গ এবং ঘ এর প্রেক্ষিতে ১২ জানুয়ারি ২০২৩ তারিখে হতে ৬৪ পৃষ্ঠার অর্ডিনারি পাসপোর্ট বিতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত খাকবে।ক৬৪ পাতার অর্ডিনারী পাসপোর্টের এনরোলমেন্ট কার্যক্রাম ১২ জানুয়ারি ২০২৩ তারিখ হতে বন্ধ রাখা প্রসঙ্গে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS