সাম্প্রতিক বছরের প্রধান অর্জনসমূহ :
- আঞ্চলিক পাসপোর্ট অফিস, মৌলভীবাজারে বর্তমানে ই-পাসপোর্ট প্রদান করা হচ্ছে। ই-পাসপোর্ট জমা: ১,২৫,২০৫ টি, বিতরণ: ১,২০,৫২০ টি।
অত্রাফিসের চ্যালেঞ্জ সমূহ নিম্নরূপ :
- রোহিঙ্গাদের বাংলাদেশী পাসপোর্ট প্রাপ্তির অপতৎপরতা রোধকরণ;
- অত্র জেলার জনগণকে সহজে পাসপোর্ট প্রদানের ব্যবস্থাকরণ;
- সেবার পরিধি বৃদ্ধির সঙ্গে সংগতিপূর্ণ জনবলের স্বল্পতা;
ভবিষ্যৎ পরিকল্পনা :
- অত্রাফিসকে হয়রানিমুক্ত জনবান্ধব অফিস হিসাবে গড়ে তোলা;
- সকল অনিষ্পন্ন ফাইলগুলোর মধ্যে নিষ্পন্ন যোগ্য ফাইল গুলো দ্রুত সময়ে নিষ্পত্তি করে জনগণের হাতে পাসর্পোট তুলে দেয়া।
- জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সহযোগীতায় অত্র অফিসের চর্তুপাশ দালাল মুক্ত করণ ও সম্ভাব্য দালাল প্রবণ স্থানে অভিযান চালানো।
- শতভাগ আবেদনকারীকে তথ্যসেবা প্রদানের মাধ্যমে আবেদনপত্র নির্ভূল করে জমা করা।
২০২৪-২০২৫ অর্থ বছরের সম্ভাব্য প্রধান অর্জন সমূহঃ
- ই-পাসপোর্ট ইস্যুর সংখ্যা বৃদ্ধিকরণ;
- নারী ও শিশু পাচার প্রতিরোধে আবেদনপত্র যথাযথভাবে যাচাই;
- মানব পাচারকারী ও দালাল/অবাঞ্চিত লোকদের জোরালোভাবে প্রতিহত করা;
- সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজন ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টোকহোল্ডারগণের সমন্বয়ে মতবিনিময় সভা।
- অধিকতর প্রচারনার জন্য জলা তথ্য বাতায়ন শতভাগ হালনাগাদ করা।
- সেবা প্রত্যাশীদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে AFIS/ ABIS/ Manual Review/ Demographic Rejection এর হ্রাস করা।
- রোহিঙ্গারা যেন এমআরপি না পায় সেজন্য আবেদনকারী ও আবেদনপত্র ভালো করে যাচাইপূর্বক আবেদন জমা;
- অনিষ্পন্ন নথিগুলো দ্রুত সময়ে নিষ্পত্তি করণ;